করে গেছি ভুল দিয়েছি মাশুল
হুস হয় নাই তবু
এমন দুর্গতি সম্বল সংগতি
নিরাশ হইনি প্রভু।
জগতের দান সবই ম্রিয়মাণ
দু'দিনের ব্যবধানে
ধীরে ধীরে সব এত কলরব
শেষ হবে তিরোধানে।


মায়াময় দিন বড়ই রঙিন
ভাবিনা ফুরিয়ে যাবে
দুদিনের তরে হুড়োহুড়ি করে
ধ্বংসের পথে এভাবে।
ছুটে চলে যাই কোন হুস নাই
যাই আজ কোন পথে
পথহারা হয়ে যেন যাই বয়ে
টিকে থাকি কোনমতে।


নাই মতিগতি সহসা দুর্গতি
জীবনে আসে বিস্তৃতি
বিফল জীবনে বিভিন্ন কারণে
করে থাকি অনুকৃতি।
নই তো তপতী শুধুই মিনতি
ক্ষমা করো দয়াময়
উপচিতি শুন্য অধম নগণ্য  
তোমার সৃষ্ট মৃন্ময়।