জঘন্য গগন ভেদী আর্তনাদ শোনা যায়
      হাহাকার ধ্বনি মর্ত্য ধামে বলা নাহি যায়,
            মনের দুয়ারে বাজায় মাদল
      তাণ্ডব লীলায় ঝরায়  বাদল,
বিষণ্ণতার প্রতিধ্বনি শুনি জীবন চলায়।


নির্মম  বর্বর  মাতমে উল্লসিত সকলে
      ভ্রূক্ষেপ নেই কারো সামাজিক ধকলে,
            উৎসুক সবে দেখিছে চাহিয়া
      ক্রন্দন রোল উঠিছে  বহিয়া,
দুর্নীতি প্রশংসিত একে অপরের নকলে।


ক্রূর অশনি সংকেতের মহা দামামা বাজে
      অনাচার অবিচার হোতা ত্রাণকর্তা সাজে,
            লাম্পট্যের মহা উল্লাস উৎসব
      শঠতায় মত্ত সমুচ্চ কলরব,
নীতিবাক্য সততা লাগে অসহ্য সব কাজে।


পবিত্র লেবাস ঝুলিয়ে জন-সম্মুখে আগমন
      লজ্জাহীন  কার্যকলাপে নির্দ্বিধায় অনুগমন,
            কুটিল প্রতারণায় ঘটায় ত্রাস
      ধূর্ত শঠতায় করিছে সর্বনাশ,
অনুধাবনে আপনা আপনি উঠে আসে বমন।


মনুষ্যত্বহীন চরাচরে এহেন মানবতার বিনাশ
     সম্ভ্রমের অস্থি পাঁজর ভেঙে চুরে করে সর্বনাশ,
            আত্মসাতের ভয়ংকর আগ্রাসন
      নির্বিচারে দুর্বলের নীরব দহন,
অবক্ষয়ের এ চরম বিপর্যয় হয় না বিশ্বাস।


আজকাল এইসব হালচাল ব্যথিত অন্তরে
      অহরহ আশপাশে ঘটে যায় আসে নজরে,
            নির্বাক নয়নে অশ্রুধারা ঝরে
      সুখের আশায় নির্বিচারে মরে,
অসহায় দেখতে হয় শুধু পুড়ে যায় ভিতরে।