ভাটার দেশে ঘর নিবাসে জোয়ার থাকে সঙ্গে
বৈঠার সাথে জীবন বাঁধে জোয়ার ভাটা বঙ্গে।
চাঁদনী রাতে নদীর সাথে বাঁধা আপন মন
জল কেলিতে নায়ে চলিতে কাটায় কিছুক্ষণ।


চলা ফেরার  পথে দেদার হয় যে আলাপন
দুঃখ সুখের অন্তর্মুখের  ভাবনা সারাক্ষণ।
দিনের শেষে জোয়ার এসে ভাসায় মাঠ ঘাট
ভাটার টানে জীবন জানে কেমনে ফিটফাট।


বানের পানি আসলে জানি ত্রাহি প্রাণ মাঝে
হিংসুটে বানে জন জীবনে বাঁচা মরা বিরাজে।
এমনি দশা নাই ভরসা হুহু শব্দে গর্জায়
সব অভীষ্ট হয় বিনষ্ট পরাণ উড়ে যায়।