সাধু চলিত কথ্য
ভাষায় আছে সত্য,
ভাষার মধ্যে ভাষা
পড়ছি বসে খাসা।
আছে তো আঞ্চলিক
প্রাধান্য ভৌগোলিক,
দিন হতেছে পার
ভাববে কি এবার।
কোনটা রেখে লেখি
সবই বাংলা দেখি,
সাধু ভাষায় বলি
শহুরে হয়ে চলি।
চলিত ভাষা তাই
গল্পে লিখতে চাই,
মিশ্রণ যদি হয়
গালি খাবার ভয়।
আঞ্চলিক আছে কত
বলছি ইচ্ছেমতো,
ভাষার এ প্রেরণা
দূর আর হয় না।
প্রমিত এ বাংলাতে
academyর হাতে।