কেউ যদি যেতে চায় ভুলে কভু মোরে
রাখবো না তারে ধরে জোরাজুরি করে।
মনের উপরে জোর করা ঠিক নয়
চলে যেতে চায় যবে গেলে ভালো হয়।


যার যার বুঝ থাকে তার তার কাছে
সকলেরি মাঝে কিছু ভুল ত্রুটি আছে।
আপনার ভুল কভু দেখি না-তো চোখে
সেই সব ভুলগুলো অন্য জনে দেখে।


ভুল করে ভুল হলে তাকে ভুল বলে
না বুঝেই কেহ কেহ ভুল পথে চলে।
জীবনের পথে চলা এই সব ভুলে
সর্বস্ব খোয়ায় সেতো জীবনের কুলে।


ভুল বুঝে দূরে গেলে ভুল ভেঙ্গে যাক
আশাকরি তবু যেন ভালো ভাবে থাক।
সকলের যেতে হবে সবকিছু ছেড়ে‌
কেন তবে পড়ে রবে যাক তাই উড়ে।