একটা চিঠি লিখেছিলাম তোমার নামে,
অতি গোপনে ছাদের কোনে রঙিন খামে।
এমন সময় হঠাৎ এলো  দমকা বাতাস
উড়িয়ে নিলো আকাশ পানে আমি হতাশ।


চেয়ে রইলাম সেদিক পানে  ভাগ্য এমন
উড়ে গেলো পেলাম না আর তুমিও যেমন।
দেখা হয় কথা হয় তবুও বলো চিঠি লিখ
ধাতে সয় না সময় হয় না কত ব্যস্ত দেখ।


সবাই যখন ঘুমিয়ে পড়ে রাত জাগতে হবে
একা বসে তোমায় ভেবে চিঠি লিখব তবে।
ঘুমে কাতর ভাবি ধুত্তোর কি যে লিখি ছাই
মনের কথা সাদা কালোয় বলার উপায় নাই।


মন রেখেছ  আমার মনে  মনের মূল্য দেই
মনের কথা বুঝে নিলে চিঠির দরকার নেই।
খশখশা ঐ পাতার চেয়ে মনের দিকে দেখো
আমার কথা সেথায় লেখা যতন করে রেখো।