লক্ষ তারার বাতির মাঝে মনের বাতি জ্বলে
লক্ষ কথার ভিড়ের মাঝে কিসের কথা বলে।
তারার বাতি রাতের সাথি গহীন কালো রাতে
কথার ভিড়ে হৃদয় নীড়ে রয়েছে কে-গো সাথে।


কালোর মাঝে আলোর ভেলা ছায়াপথের রথে
কথার ভিড়ে কথার মেলা নাম না জানা পথে।
মনের সাথে দিবস রাতে কথার চালা-চালি
আঁধারে রাতে আকাশ পথে উলকা দেয় গালি।


কথার কালো হয় না আলো হৃদয় নিভে যায়
মনের ঘরে তালাশ করে তেজ কোথায় পায়।
একা আকাশ নহে নিরাশ উদার হয়ে ডাকে
কলুষ জরা অশুভ ইরা দূরে সরিয়ে রাখে।


নিজের কালো বুঝলে ভালো আঁধার ঘরে আলো
কিরণ ছোটা মনের দ্যুতি হৃদয় মাঝে জ্বালো।
রচিত ভবে আমরা সবে চিত্ত দুয়ার খুলি
আশিস্ নিয়ে সৌহার্দ্য দিয়ে সখ্যতা গড়ে তুলি।