ঋদ্ধ বসন্ত  বাগানে  এমন  লগনে
ভ্রমণে  হরিণী  মৃদু  মধুর  পবনে।
পত্র পল্লবে মর্মর  ধ্বনির বিহনে
নিঃশব্দ গমন পথে মুখরা চলনে।


নন্দন কাননে তৃপ্ত, নিবারণে  ক্ষুধা
তৃণ  লতিকা  ভক্ষণে উৎকৃষ্ট  সুধা।
একাকিনী হরিণীর মনে কতো দ্বিধা
উন্মুক্ত বিচরণের  শত কোটি  বাধা।


সচিকত  চমকায়  ত্রস্ত  ক্ষণে  চায়
অলক্ষিত চোরা চোখ দেখে নিল হায়।
হেন খর্‌খরে রোদে  হবে কি উপায়
চৈত্রের বিরাণ ভূমি যাবে সে কোথায়।


অসহায় একাকিনী  নিরীহ হরিণী
মুক্ত বিহঙ্গের ন্যায় দিবস যামিনী।
পার করে কেন হয় শীতল ধমনী
ভাসে স্বনন জীবন শেষের রাগিণী।