নিজ হাতে দিয়েছিনু  মালাটিরে তার
হাতে, যতন করিয়া  পরিল  গলাতে
তাহার। সাজ সজ্জায়  অনাবৃত  আর
গ্রীবার সাথে নিভৃতে মিশলো পরাতে।
অপলক  চেয়ে দেখি  সুতনু  সুরূপা
শ্লীল  বিনয়ী  ভঙ্গিমা।  সহজ  সরল
অন্তরঙ্গ    রমনীয়,   ঋদ্ধ  অপরূপা
বিনয়াবনত  খুঁজে   পাওয়া   বিরল।


পরিমিত   অনুকূল   আচরণে    তৃপ্ত
মননে,   চির তরুণ   প্রেমময়  প্রভা
উদ্ভাসিত  হয়ে রয়।  প্রেমের  প্রলিপ্ত
শৃঙ্খল মালিকা হয়ে কণ্ঠে পায় শোভা।
বহমান   যুগ  ধরে   প্রেমের  আবলী
নব নব রূপে  তারে  রচিছে  কেবলি।


মিলবিন্যাস>কখকখঃগঘগঘঃঃঙচঙচঃছছ
          (শেক্সপীয়রীয় রীতি)