হুট করে কত কিছু বলে যায় মনটা
চুপ করে বসে থেকে ভেবে দেখি ক্ষণটা,
ভালো কিছু হলে পরে খুশি হয় প্রাণটা
ভেবে বেশ ভাল লাগে এই ভালো দিনটা।


লেনাদেনা শেষ করে অবসর শরীরে
ভালো লাগা ছুঁয়ে যায় প্রাণ মন গভীরে,
খুশি হয়ে মন যেন ভর করে সমীরে
বাঁধ ভাঙ্গা দেহ মন ছুটে চলে অচিরে।


খুশি মনে ধীরে ধীরে ফিরে দেখি পিছনে
ভালো লাগে ভেবে সব চুপচাপ নির্জনে।
মন ভালো হয়ে উঠে ভালো কিছু অর্জনে
শান্তির ছোঁয়ায় ভেসে যাই মনো-রঞ্জনে।