মধ্যবিত্ত


মাসিক বেতনে পূর্ণ হয় না বর্তন
করে যেতে হয় সদা আশার কর্তন
আপোষহীন ভরসা দুঃখের জীবন
নুন আনতে পান্তার ভাবনা সারাক্ষণ
অভিশপ্ত মধ্যবিত্ত দুর্বিষহ মনন।


শাস্তির ভয়ে ত্রস্ত হয়ে সর্বদা চলে
কুরুক্ষেত্র বেধে যায় ভুল কিছু হলে
সন্তপ্ত সদা পাছে লোকে কিছু বলে
নাজেহাল হতে হয় বিভিন্ন ছলে
পরিবর্তনের প্রচেষ্টা চলে কৌশলে।


আদার বেপারি জাহাজে খোঁজ রাখে না
মধ্যবিত্তের হাহাকার থামানো যায় না
অসহায় অবস্থায় ন্যায় থেকে সরে না
পিছু পানে টানে শুধু জীবনের ভাবনা
কষ্টকর দিন কাটে, পেয়ে শত ছলনা।


#reza  ২৮/৫-২০২১ সুইডেন