চাঁদ নিয়ে শত কথা লিখে গেছে লোকে
কিছু কথা লিখে রাখি চাঁদের আলোকে
কতো ভালো লাগে চাঁদ প্রতিটি পলকে
দ্বিতীয়টি নেই আর এই বিশ্ব-লোকে।


ভুলো মন ভালো করে চাঁদ ভেজা রাতে
যেথা যাও আনমনে চাঁদ থাকে সাথে
আকুলিত প্রাণে দোলা নিজের অজ্ঞাতে
এই চাঁদ ভুলে থাকা কোন অজুহাতে।


মায়াভরা রাতে ভাসে মায়াবিনি চাঁদ
নিজেকে হারিয়ে ফেলা কুহকিনী ফাঁদ।
স্নিগ্ধ শোভন আলোর অপরুপ ছাঁদ
চাঁদ নিয়ে লেখা হয় কতো না প্রবাদ।


মাসে মাসে চাঁদ আসে, আসে হেসে হেসে
আদরের ডাক মামা ডাকে ভালোবেসে।
মনের পিয়াস মিটে চাঁদের আবেশে
চাঁদনী আঙিনা চকচকে পরিবেশে।