জীবনের আলো জীবনেই জ্বালো
         প্রতিপত্তি যশে জীবন হারালো
সহজাত জীবনে সকলি ঘোরালো প্যাঁচালো।


চলমান পথে চলিবার সাথে
        কত অজুহাতে ঘাত-প্রতিঘাতে
নাকাল জীবন পরাজিত অজ্ঞাত সংঘাতে।


জানা-অজানার জীবনে সবার
        করে থাকি কত দায় দরবার
ভুল হয়ে যায় ইচ্ছা-অনিচ্ছায় বারবার।


ভুল করে ভুল হতেছে প্রতুল
        বাস্তব জীবনে সংশয় অতুল
এ-কূল ও-কূল করে সদা হৃদয় ব্যাকুল।


ভাবিনি বসিয়া নিজেকে পশিয়া
       নশ্বর জীবনে কি-হলো আসিয়া
পার হয়ে যায় দিনগুলি খসিয়া খসিয়া।


খুঁজেছি যাহারে আকুল পাথারে
       পার করি দিন অস্থির আঁধারে
দয়া করে পার কর জীবনের পরপারে।