অল্প কথায়   স্বল্প আয়ের
মানুষগুলোর স্বপ্ন
হারিয়ে যায়     বিষন্নতায়
ফুরায় তাদের অন্ন।
নিখিল বিশ্বে   দয়া সর্বস্বে
উদ্বৃত্ত সংগ্রহে ব্যস্ত
ভগ্ন সমাজে  নগ্ন আমেজে
কালের হাতে সমস্ত।
ওজর ছাড়া   হয়ে উজাড়
নিজেদের ভিটেবাড়ি
সর্ব সাকুল্যে আপন কুল্যে
জান নিয়ে কাড়াকাড়ি।
ধন দৌলতে নোংরা ইল্লতে
শ্রেষ্ঠত্বের শীর্ষে বসা
নিজের জন্য   ঐশ্বর্যে ধন্য
এমনি অপূর্ণ ঈপ্সা।
কল্পনা জালে ভুখা আকালে
উড়ায় না যারা ঘুড়ি
প্রাণের ভয়     উচ্ছেদ হয়
লাগে না সামান্য তুড়ি।
এসব তথ্য     কঠিন সত্য
বুঝিতে চাহে না কেহ
বিত্তের জন্যে  সহসা হন্যে
লোলুপ সম্পত্তি মোহ।
গর্হিত কাজে  গর্বিত সাজে
অর্থ ক্ষমতা বৈভবে
এমনি শ্রেণী     সমৃদ্ধ  ধনী
রয়েছে রন্ধ্র উদ্ভবে।
শুষে নির্যাস    শ্রেণীবিন্যাস
সৃষ্ট এমনি সমাজে
দুষ্কর্মে স্পৃহা   শ্লীলে অনীহা
ব্যস্ত সমস্ত অকাজে।
করে অগ্রাহ্য     বড় অসহ্য
আঁকড়ে আছে ঐতিহ্য
গুহ্য  ব্যাপার    ঊহ্য  বিচার
গর্ব কেবলি ঐশ্বর্য।
এমনি ভাবে     কেমনে হবে
অসম বৈষম্য দূর
মনের তেষ্টা       সবার চেষ্টা
হবো না নির্দয় ক্রূর।
#reza ১৪/৯-২০২০