অশান্ত প্রকৃতি এই পড়ন্ত বেলায়
মাতিয়া উঠেছে তার নিজস্ব খেলায়।
আঁধার ঘনিয়ে এসে স্তব্ধ চারিধার
থমথমে পরিবেশ ভয়ে একাকার।


অশনি সংকেতে কেঁপে অবনি চঞ্চল
তাণ্ডব লীলায় মত্ত সারাটা অঞ্চল।
তোলপাড় হয় বুঝি দুনিয়া এবার
অজানা আতঙ্কে হৃদ কম্পিত সবার।


ঈশান কোণের মেঘে সকলে বিপন্ন
নৈঋতের বায়ু আজ বৈরী ভাবাপন্ন।
অগ্নি স্ফুলিঙ্গে গগনে যুদ্ধের জোগাড়
ভয়ঙ্কর লীলা যজ্ঞে করিবে উজাড়।


তর্জন গর্জনে কেঁপে উঠিছে চত্বর
বিপত্তি মাথায় নিয়ে ছুটিছে সত্বর।
ভুজঙ্গী আক্রোশে মেঘ ফুঁসছে এবার
ভয় পেয়ে ত্রাহি ত্রাহি অবস্থা সবার।


ভেঙে চুরে সয়লাব হবে বুঝি আজ
নির্বিঘ্ন আশ্রয়ে ছুটে ফেলে সব কাজ।
মেঘমালা ফেটে পড়ে বিজলী ঝংকারে
সাথে সাথে গর্জে উঠে তুমুল হুংকারে।