এমনি কায়া মনের ছায়া
                    কুরে কুরে খায় অবিরত
প্রতিটি ক্ষণে আপন মনে
                    হয়ে চলেছে ক্ষতবিক্ষত।
হারানো দিনে মন নির্জনে
                    ফিরে চলে যায় অবিরল
মুক্ত গতিতে ফিরে স্মৃতিতে
                    ভালো লাগেনা যে কোলাহল।
বিধি বিধানে  অসাবধানে
                    হয়ে থাকে শত অসন্তোষ
মনের মাঝে সকাল সাঁঝে
                    সহস্র প্রশ্নের বীজকোষ।
নিজ চিন্তায় শ্রেষ্ঠ ভাবায়
                    হয়ে থাকে সর্বদা বেহুশ
সুন্দর ভবে পূর্ণতা পাবে
                    সুন্দর মনের মানুষ।
বিশ্ব জগতে উদার হতে
                    পশ্চাদভিমুখে পদার্পণ
কুরে কুরে খায়  নিজ  হৃদয়
                    সহজে করে না সমর্পণ।
উদ্ধত চরিত্র করে না পবিত্র
                    আচরণে ইতর নিকৃষ্ট
উল্টানো পাতায় স্পষ্ট পড়া যায়
                    পরিহাসে প্রণীত অদৃষ্ট।
সময়ের সাথে বুঝ হয় যাতে
                    মহা মূল্যবান অনুপল
আপনার সত্তা  আপন প্রবক্তা
                    হয় যেন প্রকৃষ্ট উপল।