তোমায় নিয়ে যাবো আমার ছোট্ট সোনার গাঁয়ে,
মন  ভরাবে  প্রাণ  জুড়াবে,  মৃদু  শীতল  বায়ে।
মাঠের  পরে  বিলের  ধারে   হৃদয়  যেথা  টানে,
মন ভোলানো  মোহন বাঁশি  মিষ্টি  মধুর  তানে।


নদীর  ঘাটে  সবুজ  মাঠে  প্রাণ  জুড়িয়ে  যায়,
ঢেউ খেলানো ধানের ক্ষেতে সুখের দোলা দেয়।
মায়ায় ভোলা এমন দোলা দেখবে গ্রামে গেলে
আসবে ছুটে গ্রামের ছেলে তোমায় কাছে পেলে।


রঙ্গিন পালে বিলের জলে নৌকা চলে হেলে দুলে
ইশারা  দিয়ে  বলবো  ডেকে মোদের নিও তুলে।
মৃদু  হাওয়া   বিলের  মাঝে  প্রাণ  জুড়ায়ে  যায়
যাবে কি তুমি  আমার সাথে আমার  ছোট্ট  গাঁয়।


গাঁয়ের  পথে  যন্ত্রণা   হবে   শহর   ছেড়ে   রবে
স্নিগ্ধ  সবুজ  শ্যামল  গাঁয়ে  মনের  শান্তি  পাবে।
খেলেছ তুমি  ডাংগুলি কভু  খেলে  কিশোর দল,
বল  কিনতে  পয়সা   লাগে  বাতাবি  লেবু  বল।


এই খেলাতে  প্রাণ দোলাতে  গাঁয়ে  শান্তি বিলায়,
নুন   আনতে   পান্তা  ফুরোয়  সুখ  গ্রামেই  রয়।
বৌ কথা কও  পাখির ডাক   তুমিতো  শোন নাই।
মিষ্টি সে ডাক  শুনতে হলে  গ্রামেতে  চলো যাই।