কিছু স্বপ্ন ছিল মোর মনের কোনায়
স্বপ্নগুলো কেন যেন পীড়া দিয়ে যায়
পলকে  ঝলকে মনে  চাহনি ছড়ায়
ধোঁয়াশা কুয়াশা কেটে ছবিতে সাজায়।


মন মাঝে উঁকি দেয়া স্বপ্নের কাহিনী
স্বপ্ন হয়ে রয়ে গেল কাউকে বলিনি।
মুখ ফুটে কোন কিছু বলতে পারিনি
মনে পড়ে পীড়া দেয় আঁধার যামিনী।


খোয়াবের মাঝে খুঁজে আপন অস্তিত্ব
জীবনের পথে কোনো পায়নি কৃতিত্ব।
নাগরদোলায় ঝুলে পেরুনো রাজত্ব
নেই কিছু আর সেথা আপনার স্বত্ব।


মন মাঝে খুঁজে খুঁজে যায় বিভাবরী
ভুজঙ্গ জীবন তরী ভীতি সর্বোপরি।
ক্ষুদ্র  জীবন  বাহক  চটুল  কুহক
রূপক কেন গ্রহণ করিবে প্রাপক।