ঝিরি ঝিরি বাতাসের মনভোলা ছন্দে
অনাবিল  মনোরম  রঞ্জক  আনন্দে
রাতভর  ঝরে পড়া  বকুলের গন্ধে
তুলে নেয় আঁজলায় অবাধে সাচ্ছন্দে।


নিরালায় গাঁথে মালা নির্বিঘ্নে খুশিতে
ঘুরে ফিরে মালা নিয়ে প্রাঞ্জল হাসিতে
আনমনে  উপবনে  ছোট আঙ্গিনাতে
নাচে গায়  খুশি মনে  এমন  প্রভাতে।


স্বাধীন  কিশোর  ফুটফুটে  মনটায়
গিঁট দেয়া ভালোবাসা সে চঞ্চলতায়
আশা নিয়ে ধাবমান  জীবন বেলায়
মৌন উদারতা যেন ছুঁয়েছে সেথায়।


উচ্ছল চঞ্চল ছায়া  ঘেরা প্রকৃতির
সাথে যেন একাত্মতা মুক্ত কিশোরীর
রূপ লাবণ্যে  চারুতা  মূর্ত মাধুরীর
মনোহর  দোলায়িত  রত্ন  অবনির।


ইতস্তত দোলাচল সংশয়ী চিত্তের
অহরহ  বিপর্যয়  এমনি  সত্যের
আগ্রাসনে বিচলিত, জঘন্য বিত্তের
অশনি সংকেতে ভীত নিজ অস্তিত্বের।