চামেলির বনে অলি  ছুঁয়ে যায় কলি
কুয়াশায় ভেজা কলি যায় কিছু বলি।
ঘুরে ফিরে জুঁই বনে কত সংগোপনে
বলে যায় কানে মনে প্রেয়সী বিহনে।  


প্রেমের মুকুল ফুটে ভয় ডর টুটে
হৃদয় ঐশ্বর্য লুটে যায় যেন ছুটে।
বাঁশরীর মৃদু সুরে কম্পিত নূপুরে
হৃদ স্পন্দিত দুপুরে মনের মুকুরে।


নিজেরে উজাড় করা ফুলে ফুলে ভরা
প্রেমেতে পাগল পরা জীবন্ত এ মরা।
মরণ অঞ্জলি পেতে আবাহন তাতে
মধুর সুবাসে মাতে প্রেমের বেলাতে।


মদির অন্তরে ধায় জানা নাহি যায়
উদ্দীপ্ত আসক্ত হায় প্রেম ভাবনায়।
পুলকিত বশীভূত  লুব্ধ উদ্দীপিত
প্রেমের পবিত্র পূত অনুভূতি আপ্ত।

#reza ২৭/১২-২০২০