স্বাধীন দেশের জনম  লগনে  বাধাদানকারী
নরপিশাচেরা করে  যায় আঘাত উপর্যুপরি।
চলনশক্তি রহিত করার আশায় চতুর কুচক্র
সর্বদা জাগ্রত ক্ষিপ্র ধড়িবাজ ধর্মধ্বজী বক্র।


কুটিল দ্বিভাব কুট  মনোভাব পরণে কিরীট
সরল সুচেতা ঋজু জনতা বুঝেনি তো সে কীট।
সকাল-বিকাল আর কত কাল রইবে নীরব
তোমাদের জন্যে তৈরি হয়েছে নারকীয় রৌরব।


সময় বিহারে সমভি-ব্যাহারে সুযোগ সুবিধা
অনেক হয়েছে আর নয় তবে দূর হও সিধা।
প্রপঁচিত অনাচার অবিলম্বে করে প্রতিকার
প্রত্যয় চৈতন্যে অকম্পিত দৃঢ় এই অঙ্গীকার।


জীবাণুমুক্ত মাটির অশুভ ঘাঁটির নির্যাতন
একে একে ডেকে এই মাটি থেকে  হবে নিপাতন।
সুযোগসন্ধানী দূর হবে জানি দৃঢ় প্রচেষ্টায়
সময় হলো এবারে চলো নির্মূল করি গাট্টায়।