যাবে যদি বল   সাথে সাথে চলো
      ছোট সেই গ্রামটায়
হৃদয় ভেজানো   জীবন রাঙানো
      প্রাণ মন ভরে যায়।
ছোট নদী তীরে    খেয়াঘাট ঘিরে
      ছোট ছোট ডিঙি নায়ে
দেখে যাবে ভুলে    নদীর দুকূলে
      কাশবন ছুঁয়ে ছুঁয়ে।
মাছ ধরা ফাঁদ     শিকারে ওস্তাদ
      ছোট ছোট ছেলে পুলে
ঘোরাঘুরি করে     সারাদিন ধরে
      ডিঙি নায়ে দুলে দুলে।
বরষার মাঝে    সকাল বা সাঁঝে
       নৌকা নিয়ে ঘুরেফিরে
খালে বিলে যাবে ঘুরে মজা পাবে
       শাপলার বুক চিরে।
অথই অতল          বরষার জল
       খাল-বিল নদী-নালে
ছোট্ট নায়ে ঘুরে     অলস দুপুরে
       আশেপাশে বিলে খালে।
চারিদিকে সুখ       হবে না বিমুখ
       জল থই থই বিলে
ঝাঁপ দেয় জলে    নিরজন বিলে
       মাছরাঙ্গা গাঙচিলে।
বিলে ভরা ফুল      শাপলা প্রতুল
       ফটিক জলেতে ভাসে
বড় বড় পাতা   ভেসে আছে সেথা
       পদ্ম গুলো যেন হাসে।
সাদা লাল নীল      শাপলার বিল
       ডাহুকের ডাক শুনে
পানকৌড়ি ডাকে  দূরে দূরে থাকে
       ফোঁটা পদ্ম যাবে গুনে।


    #reza ২৩/৬-২০২১; সুইডেন