টাপুর টুপুর


টাপুর টুপুর  মিষ্টি মধুর  বাদল ভেজা দিন
মুষল ধারায় ঝরছে ধরায় মন হলো রঙিন।
ধানের পাতায় বাদল ঝরায় নাচছে দুলে দুলে
ছন্দ দোলায় পরাণ ভুলায় শান্ত নদীর কূলে।
মেঘলা দুপুর মনের মুকুর মেঘ-পাহাড়ী বায়
দুরন্ত মন যখন তখন ছুটে সেথায় যায়।
কাক ভেজা মন বেয়াড়া যখন জোয়ার জলে ভাসে
দুষ্টু হাওয়া করেছে ধাওয়া তৃপ্তিতে প্রাণ হাসে।


প্রবীণ বেলায় মনের ভেলায় ভাসিয়ে তনু মন
বৃষ্টি বাদলে মেঘের মাদলে চপল অনুক্ষণ।
ঝুপুরঝাপুর বাজানো নুপুর বৈঠার তালে তালে
কুলু কুলু সুরে হিয়ার ভিতরে নাচন পলে পলে।
মেঘ গুড় গুড় হাড় মুড় মুড় মনের মাঝে রঙ্গ
বুক ধড়-ফড় অগড়-বগড়  জেগে উঠে তরঙ্গ।
তৃপ্তির রেশ মুগ্ধ আবেশ বাদল ঝরা দিন
ভিজে চুপচুপ ভুবনের রূপ ভেজা পোড়া মলিন।


আকাশের সাথে খেলা দিনে রাতে বিজলী গুড় গুড়
মেঘের মেলাতে ফুর্তির সাথে গর্জন হুড় মুড়।
তোলপাড় করে অবিরাম ঝরে বাদল ফোঁটা ফোঁটা
বাদলা দিনের সিক্ত মনের ছিঁড়েছে যেনো বোঁটা।
ঘুর ঘুর করে ঘরের বাহিরে ভিজছে কতজন
মন ছুটে দূরে ভিজে ঘুরে ঘুরে হয়ে উঠে উন্মন।
আকাশের ভেলা করে যায় খেলা ঝরায়ে জলরাশি
ধুয়ে দিয়ে যায় নিজ কারিকায় বৃষ্টি তো ভালোবাসি।