প্রতিচ্ছবি


বহু কিছু মনে ভাসে ছবি দেখে যাই
কবিতা লেখার কথা কভু ভাবি নাই,
ভুল হয়ে যায় কতো কথা অবিরত
মন মাঝে জেগে উঠে স্বপ্ন শত শত।


ঝরে পড়া শেফালির গালিচা বিছিয়ে
কথাগুলো ভেসে আসে সাজিয়ে গুছিয়ে,
সুরভিত করে নিতে ভীষণ ভাবায়
অনায়াসে ঢুকে পড়ে যেন কবিতায়।


উল্কা পতনের বেগে যায় যেন ছুটে
উলকিতে আঁকা হয় মনের মুকুটে,
সারাবেলা কথামালা থরে থরে সাজে
মনে হয় কথাগুলো লাগবে কি কাজে।


ছাই পাশ লিখে যাই অযথা প্যাচাল
দেখে তাই মনে হয় কতটা ভ্যাজাল,
দাম্ভিকতা নিয়ে ভাবি হয়ে গেছি কবি
নিজের ভিতরে দেখি নিজ প্রতিচ্ছবি।