যা যাবার তা চলে যায়
আশাহত মনে, এক অলিখিত দূরত্ব বয়ে বেড়ায়।
প্রহর জুড়ে অধীর আগ্রহে অপেক্ষা
আসবে না কাছে কভু কেন তবু প্রতীক্ষা
বিনিময়ে পাওয়া শুধু উপেক্ষা।
এমনি নিয়তি
সুদীর্ঘ সুনিপূণতায় গড়া বসতি
কিসের মায়ায়
প্রতিহত রাখবো তায়,  
যে যাবার সে চলে যায়
ফিরে নাহি চায়
নির্মম এই ভুবন মেলায়।
কষ্ট ব্যথা বেদনায় বেড়ে যায় অন্তরায়।
আপনার চাওয়া
হয়নি তো পাওয়া
ঘুরি ফিরি অনিমেষ আশায় আশায়।
ভীত ত্রস্ত হৃদয়
বিচলিত সদা হতাশায়।
জনম জন্মান্তরের ঋণ
অন্তরাত্মা আজ পরাধীন  
শঙ্কিত মলিন।
~~~~~~
(প্রয়াত কাছের বন্ধুর স্মরণে)