ঢেউ তোলা মন ভোলা সাগরের তীর
পাড়ে বসে অনিমেষে চেয়ে দেখি নীর।
কিল-বিল গাঙচিল উড়ে ডানা মেলে
ঢেউয়ের তালে তালে কত খেলা খেলে।


আশেপাশে অবকাশে এলিয়ে শরীর
সাগর তরঙ্গে দুলে রঞ্জিত আবীর।
সাগর সঙ্গমে কত জলজ শৈবাল
ফেনিল মৈথুনে সিক্ত অতন্দ্র প্রবাল।


তর্জন গর্জনে যেন বলে দিয়ে যায়
সাগরের ঘুম নেই সারাটি বেলায়।
তীরে বসে চেয়ে দেখি রঞ্জিত বলয়
দিগন্তে বিলীন হয় মেঘের মলয়।


দিবাকর আলো দিয়ে ডুব দিল সেথা
সাগর  সঙ্গমে পেল  রাতের পূর্ণতা।
জোয়ারের তালে তালে গর্জনে জানায়
চাঁদ রাতে সাগরেতে  প্রাণ উথলায়।