ছবি থেকে দেখে নিই ছুঁয়ে যাও মন
ছুঁয়ে থাকা মনে তুমি থাকো সারাক্ষণ।
মন থেকে মাঝে মাঝে দেখে নেই তারে
সুখ পাই দেখে দেখে আপন অন্তরে।
দেখে সুখ পাই আমি দেখ না-তো তুমি
দখলে  রেখেছ  তুমি,  প্রিয় জন্মভূমি।


মনে রাখা আঁকা ছবি এমনি সুন্দর
তিলে তিলে গড়ে ওঠা বেচারা অন্তর।
ধুলো কাদা মেঠোপথে শিউলির চাদর
লাল-সাদা মখমলে ছিটানো আদর।
মনের মাঝে সজ্জিত মাটির কদর
কানায় কানায় পূর্ণ মনের উদর।


শ্যামল কোমলে ঘেরা মাঠে-ঘাটে ওরা
কুয়াশা মোড়ানো পথে করে চলাফেরা।
শিরশিরে এ শরীরে  সেই চিত্র ভাসে
চুপ করে মন মাঝে জানাও আভাসে।
সাদা সাদা মেঘ ভাসে দূরের আকাশে
গরবে হৃদয় ভরে তোমারি বিকাশে।
মাতৃভূমি তুমি ওগো প্রিয় জন্মভূমি
মনের মাঝেতে রেখে সর্বদাই চুমি।