অমূল্য জীবনে বিভিন্ন কারণে
শত অপরাধ করি
পিছনে তাকাই দেখিবারে পাই
নিজেই লজ্জায় মরি।
পিছনে তাকিয়ে দেখে নাই যারা
ভাবে, সুখে আছে তারা
তাদের কারণে হয়েছে অনেকে
শোচনীয় সর্বহারা।
প্রাচুর্য বৈভবে আহামরি ভাবে
অনেকে হয় ঘৃণিত
অভাবী সতত সুখের জগত
হয়নি যেন প্রণীত।
অর্থের প্রাচীরে মনের খুঁটি-রে
ভেঙেচুরে দিয়ে যায়
অভাব পূরণে দুর্ভাগা জীবনে
হয়ে থাকে অসহায়।
আকাশের মেঘ ভেসে চলে যায়
সাক্ষীর কাঠগড়ায়
পাহাড়-পর্বত হাহাকার শুনে
নীরবে অশ্রু ঝরায়।
মানবের মাঝে মানবতা বোধ
হয়ে চলেছে বিলুপ্ত
বিপর্যয় দেখে কাঁধে কাঁধ রেখে
হয় যেন অনুতপ্ত।