জীবনের খেলাঘরে বালক বেলায়
খেলাধুলা বেশ ছিল হেলায় ফেলায়,
অকারণে ছোটাছুটি বেলা অবেলায়
ফেলে আসা দিন ভাসে স্মৃতির ভেলায়।


রেলগাড়ি ছুটে চলা শনশন শব্দে
কিলবিল করা স্মৃতি অতীতের অব্দে,
সীমানা প্রাচীরে ঘেরা প্রাণ কাঁদে জব্দে
থেকে থেকে উঁকি দেয় অপুরিত লব্ধে।


মলয় বলয় ঘেরা আঁধার যামিনী
স্বকীয় খেয়ালে ফোটা সুগন্ধি কামিনী,
নিত্য আবর্তে অস্থির অধুনা তটিনী
প্রবাহ তরঙ্গে ধায় নন্দিত নন্দিনী।


কালের রশিদ হাতে জীবনের ঘর
হাজার জনের কাছে হতে হয় পর,
কঠোর সংগ্রামে নিত্য অভুক্ত উদর
তিমির আঁধারে খুঁজে আপন কদর।


ছেলেবেলার প্রহরে মজা ছিল বেশ
স্বপন দেখার দিন হয়ে গেলো শেষ,
জীবন সংগ্রামে নিত্য বিপদ অশেষ
পদে পদে বাধা আসে চারিদিকে দ্বেষ।