কি যেন হলো ছাই বুঝার কেহ নাই
হাবিজাবি কত কিছু
দোলা লাগা জীবনে ভাবনা সবখানে
কুণ্ঠা ধায় পিছু পিছু।
কি সব কথাগুলো স্তবকে এলোমেলো
ঝরে পড়ে অকারণ
চৈতন্য নড়বড়   হৃদয় ধড়ফড়
নেই কোন নিবারণ।
লিখতে ইচ্ছে করে মন কুঁকড়ে মরে
হাবিজাবি ঝরে পড়ে
যা কিছু লেখা হয় তেমন কিছু নয়
এহেন মনের ঝড়ে।
লেখনীর আঁচড়ে  হৃদয়ের মোচড়ে
ব্যক্ত কিছুটা প্রলেপ
স্বপ্নীল কথা সব  জমানো  কলরব
না বলা কত আক্ষেপ।
লিখে গেছি যা কিছু আশঙ্কা পিছু পিছু
মরি এই ভাবনায়
মসির দাগ পড়ে  চিত্তটি নড়বড়ে
ভুল হয় অজানায়।
জানি সময় মতো লিখা হয়নি তত
জীবনের কলতান
রবির অস্তাচলে বিষণ্ণতা আদলে
ঘটে বুঝি অন্তর্ধান।


    #reza   ৯/৩-২০২১