জীবনের  এক  কঠিন  সময়ে
একা বসে ভেবে মরি
অসুস্থ মায়ের পাশে নাই আজ
ভেবে পাই না কি করি।
আছি দূরে বসে আছে আশেপাশে
সাহায্যের কিছু হাত
বাবা চলে গেছে বেশ কিছু আগে
একা মা'র দিন রাত।


চলে যাবে বলে চুপিচুপি কাঁদে
নাই আমাদের হাত
অন্তিম সময়ে নিকটে না পেয়ে
কষ্টে কাটে মা'র রাত।
জীবনের জন্য হয়ে আছি হন্য
প্রতিষ্ঠা পেতে চেয়েছি
মা'র জোড়হাতে নিবিষ্ট দোয়াতে
কর্মে সুফল পেয়েছি।


কি করা এখন কঠিন জীবন
সময় করেছে বন্দি
শত অজুহাতে পার পেয়ে যেতে
এঁটে যাই কত ফন্দি।
দুটি হাত তুলে দোয়া করে দেয়
চলে আসি বহুদূর
তখন বুঝি না মায়ের যন্ত্রণা
নীরব কান্নার সুর।