কেমন করে হাঁটি
ছিঁড়ে গেল চটি।
হলো মহা ধকল
হাঁটা চলা বিকল।
পথে পেলাম চটি
সেথা যেয়ে উঠি।
ধেয়ে এলো দ্বারী
চটি হীন কি করি।
রাগ আমার উপরি
ভাবে পথের ভিখিরি।


চেয়ে দেখি ভিতরে
বসে কেদারার উপরে।
চটি হাতে কর্তা
শুনছেন কথা বার্তা।
দৃষ্টি চটি র ভিতর
কাঁপে মম অন্তর।
মুখ তুলে তাকিয়ে
কিছু জানতে চেয়ে।


চটি রেখে দাঁড়ালেন
সোজা তিনি শুধিলেন।
ছিঁড়ে গিয়েছে চটি
হাতে কেন পটি?
ব্যথায় মরি হাঁটিতে
উনার মন চটিতে।
একটি চটি র খোঁজে
আমাকে কে বোঝে।
নির্বন্ধ হলো না সেথা
ছুটি অন্য কোথা।
    [রম্য কবিতা]


চটি = পাদুকা
চটি = পান্থ-নিবাস, সরাইখানা
চটি = পাতলা বই


#reza  ২৯/৮-২০১৮