ছোট ছোট ফুল খুঁজে একুল ওকুল
দলিত মথিত হয়ে থাকা ঘাসফুল
মাথা তুলে সব ভুলে অস্তিত্ব লড়াই
কোনদিন নেই তার সামান্য বড়াই।


অবহেলায় জঞ্জাল তুচ্ছ তৃণমূল
জীবন প্রবাহে নহে কিছু অনুকূল
ভ্রমর আসেনা কাছে, রহস্য আড়াল-
করা প্রত্যাখ্যাত মনে দেয় সে উড়াল।


খারিজ করা জীবনে নারাজ সমাজ
পুষ্পিত সুঘ্রাণ নিয়ে করে না বিরাজ।
টিকে থাকা নিয়ে থাকে সহসা ব্যাকুল
অবজ্ঞা সংঘাত নিয়ে ফোঁটা ঘাসফুল।


সৌন্দর্যের ছিটেফোঁটা ছোট ছোট ফুল
উপেক্ষায় বেড়ে উঠে নহে তো চটুল।
প্রকৃতির প্রচলনে  চলন বলন
সহনে জীবন চক্র করে না ছলন।