ফাগুন তুমি আসলে হেসে ভালোবেসে
      ভালোবাসা আশেপাশে ভাসে দেশে দেশে,
            বসন্ত সিক্ত বাতাসে
      মনের ময়ূরী হাসে,
এক ফালি ছায়া হয়ে রাঙানো আকাশে।


নন্দিত ফুল মেলায় নয়া কিশলয়ে
      ফাগুনের সুর তোলা মায়াবী বলয়ে,
            পুলকিত দিগ্বলয়ে
      দোদুল্যমান মলয়ে,
সজ্জিত প্রবিষ্ট সাজে বাসন্তী প্রলয়ে।


বসন্তের আগমনে উল্লসিত ক্ষণ
      হৃষ্ট প্রসন্ন প্রকৃতি ভরে দেয় মন,
            দীপ্ত উজ্জ্বল আনন
      হৃষ্ট নন্দন কানন,
চিত্তের পরিতৃপ্তিতে বাসন্তী ধ্বনন।


ফাল্গুনী গানে নিমগ্ন প্রাণে জাগে দোলা
      তৃপ্তির রেশে মধুর আবেশে অবোলা,
            সুখের দুয়ার খোলা
      ভরিছে আশার গোলা,
বসন্ত বিলাসে মন উন্মন উতলা।