অন্তরের ভালোবাসা মিষ্টি মধুর ভাষা
স্বপ্নীল সোনার দেশ বাংলা মায়ের আশা
এই বাংলার বুলি বাংলায় হেলি দুলি
চলি ফিরি মন খুলি বাংলার বুকে ঝুলি।


সুমিষ্ট বাংলা ভাষায় প্রাণ জুড়িয়ে যায়
কাশফুল দোল খায় নদীর কিনারায়
সোনালী পিদিম ভাসে বর্ণমালারা হাসে
মুক্ত-স্বাধীন আবাসে বাঙালির আকাশে।


নীরবে পাতিয়া কান শুনি বাংলায় গান
শুনি শত জয়গান উদ্বেল হয় প্রাণ।
পণ করি প্রতি প্রাতে বলি গর্বের সাথে
জীবন জিম্মি তোমাতে বাংলাদেশের হাতে।


জোড় হাতে কৃতাঞ্জলি প্রাণের কথাকলি
বাংলা প্রাণের বিজলি ঐশ্বর্যের অঞ্জলি।
আকাশের জোছনায় বাংলার দীপাবলী
ভালোবাসা মাখামাখি বাংলায় বলাবলি।