রজনী ভোরে  সজনী মোরে
নীরবে ডাকিয়া কয়
মন বিহঙ্গে  তোমারি সঙ্গে
ঘরেতে আর না রয়।
মন পাহাড়ি  দিয়েছে ছাড়ি
দিগন্তে উড়ন্ত বায়
অঙ্গনে তারি  রঙ্গনে ভরি
রমনীয় রঙ্গিমায়।


প্রভাতী আলো  কতটা ভালো
রাঙিয়ে দিয়েছে মন
সুতীক্ষ্ণ দীপ্তি  জীবনে তৃপ্তি
এমনি মধুর ক্ষণ।
ভাস্বর মনে  তাহারি সনে  
পুলকিত আনমনে
লাগাম ছিঁড়ে  বেরিয়ে পড়ে
ঘুরি-ফিরি সেই ক্ষণে।


সহসা তার  এই আবদার
পরান জুড়িয়ে যায়
সজনী যবে   প্রফুল্ল রবে
প্রাণ বায়ু উথলায়।
তাহারি সনে  ঘুরি বিজনে
প্রাণবন্ত প্রেরণায়
উৎফুল্ল প্রাণে  প্রিয়ার সনে
কেতকী নাচিয়া যায়।


সুখী সজনী  মম রজনী
স্বপ্নাবিষ্ট হয়ে যায়
চন্দ্রিমা রাতে  সজনী সাথে
মুখরিত মধুময়।
কত সদয়ে  পূর্ণ হৃদয়ে  
প্রফুল্ল হলো উল্লাসে
প্রিয় সজনী  মম বিজনী
মন মজিল বিলাসে।
    {বিজনী>হাতপাখা}
  #reza  ৩১/০৫-২০২১