নদীরে তোর কষ্ট কথা
বুঝলো না তো কেউ,
সবাই দেখে জোয়ার ভাটা
তোর বুকেরি ঢেউ।
নদীরে তোর দুঃখ ব্যথায়
তোরি সাথে রই,
সবার মতো দূরে থাকার
মানুষ আমি নই।


ঢেউয়ে ঢেউ আছড়ে পড়ে
বুকেতে বাড়ি খায়,
দুঃখ কষ্ট বেদনা সবি
উপর দিয়ে যায়।
সবার দুঃখ দেখেও তুই
নীরবে সয়ে যাস,
এই ধর্য্য এতটা সহ্য
কোথার থেকে পাস।


সবাই তোরে বুকটা চিরে
দিক বেদিকে যায়,
ভাসিয়ে দিয়ে নৌকাগুলো
পাল উঠিয়ে ধায়।  
ছলাৎ ছল শব্দ শুনে
কান্না বোঝা যায়,
নীরবে তোর সহিষ্ণুতায়
মনটা শান্তি পায়।
¨   ¨    ¨   ¨   ¨   ¨   ¨   ¨   ¨