অপেক্ষায় পার হয় প্রহরের পর প্রহর
উপেক্ষায় বয়ে যায় বেসুরো লহর
জঞ্জাল যানজটে পূর্ণ শহর
প্রতিশ্রুতি পৌঁছেনি দুর্ভেদ্য কর্ণকুহর।


বেদখল হয়ে গেছে মনের আকর
অসহায় দেখে সহসা ছিটায় কাঁকর
গুনে গুনে শোধ হয় বকেয়া যত কর
সুযোগ পেলেই চলে নির্মম ঠোকর।


মন বাণিজ্যে দক্ষ চালাক চতুর
ঘোর প্যাঁচে নাজেহাল হতে হয় ফতুর
অলিখিত নিয়ম রীতি দস্তুর
সংশয় দোলাচলে করে না কসুর।


হাব ভাবে মনে হয় আছে গুপ্তচর
ভিড়িয়ে তরী দেখে অচেনা বন্দর
পরিচিত বন্দরে পড়ে গেছে চর
আনকা নকশা মেলায় বিশ্ব চরাচর।
#reza ২৭/০৫-২০২১