বিজয়ের মাসে ঘুরি হেসে হেসে
মাটির দিকে তাকিয়ে
পরাজিত করে ঘাড় মাথা ধরে
দেয়া হয়েছে হটিয়ে।
দেশের মাটিতে হাটিতে হাটিতে
সুখের বাতাস মনে
দূর হয়ে গেছে  মায়ের বেদনা
বিজয়ের সেই ক্ষণে।
উজির-নাজির নিয়েছে রুধির
মায়ের বুকটা ফেড়ে
দামাল ছেলেরা দেশের বিজয়
ছিনিয়ে এনেছে কেড়ে।
মাগো দেখে রাখো কোলে নিয়ে থাকো
লক্ষ শহীদের প্রাণ
মাথা উঁচু করে  ওঁরা অকাতরে
রেখেছে মায়ের মান।
পেরেছো জানিতে চোখের পানিতে
ধুয়ে দিয়েছে চরণ
দেশের কারণে  তোমারি  চরণে
বরণ করেছে মরণ।
ঘুরে ঘুরে আজ দেখি শত সাজ
মায়ের খুশির হাসি
নিয়েছিল কেড়ে বসেছিল গেড়ে
নরাধম সর্বনাশী।
দেশের  শত্রু   দূর  হয়ে  গেছে
জাতির শত্রু জাগ্রত
একে একে সবে   দূরীভূত  হবে
তোমার ছেলেদের ব্রত।