বারবার আসি         দেশ ভালোবাসি
             এ কথাটি বলতে
চুপচাপ দূরে            মরি কুরে কুরে
            ঘুরে ফিরে চলতে।
ভালো করে দেখি    সেই দেশ নাকি
            চেয়েছিলো সেদিন
মনের অঙ্গনে          যুদ্ধের প্রাঙ্গণে
            এঁকেছিল যে দিন।
রক্ত ঝরা বুকে         ভেবেছিল সুখে
             থাকবে একদিন
স্বপ্নে দেখা দেশ      হতেছে নিঃশেষ
             দেখছি প্রতিদিন।
সবটুকু আশা         দেশ ভালোবাসা
             স্বাধীন প্রেরণায়
মিলে মিশে রবে     কত ভালো হবে
             পরহিতৈষণায়।
দিন হচ্ছে পার          এইভাবে আর  
             কতদিন চলবে
দেখে বুঝি তাই      কোন আশা নাই
            কেউ কিছু বলবে।
ভালো কিছু হোক       প্রেরণা দায়ক
            দেশের জন্য ভেবে
দেশ ভালোবেসে     স্বস্তির নিঃশ্বাসে
            দেশবাসী ঘুমাবে।
ভাবি নাই যাহা        দেখিতেছি তাহা
             হরিলুট চলছে
তেলের লাগিয়া        তৈলাক্ত মাথায়
           তেল শুধু ঢালছে।


{প্রিয় কবি বন্ধুদের বিজয়ের শুভেচ্ছা বিজয়ের মাসে}