চাঁদের চন্দ্রিমায় মন ভরে থাকে
কেউ যদি হুট করে আজ ডাকে
চাঁদ আছে বলবো না তাহাকে
ভুলাবে কোন কথায় আমাকে
চাঁদ ছাড়া পড়বো যে বিপাকে।


অভিমানী চাঁদ বুঝি ডুব দেয়
তা হবে আজ অনেক অন্যায়
চাঁদ দেখে পড়েছি যে ভাবনায়
জ্বল জ্বলে রূপালি চাঁদটায়।


প্রেয়সীও রাগ হলো হিংসায়
রাগ দেখে চাঁদ হাসে প্রশংসায়।
যায় যদি মন আমার হারিয়ে
ভালোবেসে আনবে তা ফিরিয়ে।


চাঁদ পেল পূর্ণিমায় পূর্ণতা
দূর হলো তাই মনের শূন্যতা।
প্রেয়সী পাশে আসে চুপ করে
তাই দেখে চাঁদ হাসে ফিক করে।


ভুল করে চাঁদ ভেবে হাত ধরে
হারালাম খুশিতে মন ভরে।
সেই থেকে চন্দ্রিমা সাথী মোর
ভাব যেন জোছনায় হবে ভোর।
ভুলবো না পূর্ণিমার রেশটা
মধুর এ চাঁদ দেখার শেষটা।