চুপচাপ থেকে এই জনান্তিকে সুবিশাল রঙ্গমঞ্চ
    যত দূরে যায় পিছুপিছু ধায় ভুবন জোড়া প্রপঞ্চ
         চমকে পলকে ক্ষণিক ঝলকে
    ফিনকি আলোকে নশ্বর ভূলোকে
অপরূপ রূপে মন ভরা সুখে ক্ষণিকের রোমাঞ্চ।


যেখানেই থাকি শুধু মনে রাখি হতে চাই না নিঃসঙ্গ
    কোনো একদিন স্বজন বিহীন আতকা হবো অনঙ্গ
         জঙ্গম জীবনে এমনি ধাবনে
    চিরতা সেবনে সত্য উদ্ভাবনে,
যখন তখন হবে সমাপন পথ চলার তরঙ্গ।


আকুল আঁধারে জীবন পাথারে হয়ে আছি কুলাঙ্গার
    কাটিয়ে জড়তা মনের দৃঢ়তা বাজিয়ে সুর-শৃঙ্গার,
         এমনি ভুবন জগৎ জীবন
    সহসা ধাবন সান্ত্বনা নিস্বন,
ব্যথাতুর মনে কষ্ট ক্ষণে ক্ষণে অন্তর জুড়ে অঙ্গার।


প্রপঞ্চ > মায়া (সৃষ্টিপ্রপঞ্চ); প্রবঞ্চনা (মায়াপ্রপঞ্চ); সংসার; ভ্রম (এ বিশ্ব সংসার সবই প্রপঞ্চময়); অসত্য (প্রপঞ্চবচন);