রাঙা  সূর্যটি  সবুজ  বেষ্টনীতে  ঘিরে
রেখেছি  যেমন হৃদ মাঝারে। দেশের
মিষ্টি প্রতিচ্ছবি, মাঠ  ঘাট নদী তীরে।
সর্বস্তরে   সকলের  নিত্য  আবাসের,
অটুট স্থায়ী  ছাউনি  তলে উচ্চশিরে।
বুকে জড়িয়ে অমোঘ  শান্তির রেশের
প্রমিত আপন গৃহে, আসি ঘুরে ফিরে,
প্রতিশ্রুত ভিত্তিমূলে, দীপ্ত আশ্বাসের।


গৌরবের  পতাকায়  সবুজের  মাঝে
রক্ত রাঙা লাল সূর্য  উজ্জ্বল উদ্দীপ্ত।
উদীয়মান ঝিলিকে দীপ্তি মাখা সাঁঝে
জাগ্রত মোরা, রবো না বিমুখ নির্লিপ্ত।
সুখ  স্বপ্ন দেখে যাই  দেশের  শিথানে
নিষেবণ  করি দেশ  নির্দেশ  বিধানে।


মিলবিন্যাস:কখকখ:কখকখ::গঘগঘ:ঙঙ