জীবনের হাল   ছিঁড়ে যায় পাল  
নিয়ন্ত্রণ হারা হই
রেখেছে সবারে আপনার করে
কভু আশাহত নই।
জগত সংসারে কুরে-কুরে মরে
আশার সমাধি কত
ভুল করে তাই   বিপথে  হারাই  
ভুল পথে অবিরত।
ফলাফল আশে খুঁজি আশেপাশে
দেখে হই আশাহত
বুঝিনি তো ভুল   করেছি  প্রতুল  
থাকিনি কভু নিরত।
ভুলের  মাশুল   হবে কি উসুল  
দিতে হয় খেসারত
হেন দুর্দশায়    ক্ষমার  আশায়  
করে যাই কসরত।


দুদিনের  তরে    আজি  ভব পরে  
হুট করে আগমন
আজ কি বা কাল  এমনি কপাল
নিশ্চিত প্রতি গমন।
জীবনের বোঝা  নয় এতো সোজা
বহিয়া চলেছি সবে
কোথা থেকে এসে কোথা যাবো শেষে
ভাবিয়া দেখেছি কবে?
সময়ের  বেড়ি   পরে  হাতকড়ি    
ভুবনের  বিচরণ
ভবপার হতে  যাবে কিছু সাথে সাথে
যাবে কিছু আচরণ।
হুশ করে দেখি  সবকিছু মেকি
ভালো কিছু নাই সাথে
এতকিছু  সব   এত  কলরব  
পথ চলি খালি হাতে।


শেষের গমনে  দেখি নিজ মনে  
খড়কুটো নেই পাশে
দিতে চাই সব  সম্পত্তি বৈভব  
ক্ষুদ্র নিঃশ্বাসের আশে।
সম্পত্তি দৌলত  বদলে ইল্লত  
ফিরিয়ে নেয় না কেহ
অমূল্য  সময়   করে  অপচয়    
অচল অসার দেহ।
আয়ু বায়ু নাই  সব রেখে যাই  
পিছনে রয়েছে বিশ্ব
সবকিছু রেখে  দুনিয়ার থেকে
হয়েছি এখন নিঃস্ব।
কি যেন হয়েছে  বাইরে রেখেছে  
শ্বাস প্রশ্বাস ব্যাহত
এতো বায়ু আছে  জাহানের কাছে
শ্বাসের দ্বার প্রহত।