মাটির গন্ধ


মাটির গন্ধে  হয়েছি অন্ধ
ভাবায় অনেক কিছু
শত প্রকল্প কতো সংকল্প
কত কিছু উঁচু নীচু।
হাতে নিয়ে মাটি বুঝি কত খাঁটি
ভেদাভেদ নাই তার
কাজে লাগে কত চুপচাপ শত
করে যায় উপকার।


এমন মমতা অশেষ ক্ষমতা
আমরা বুঝি না কভু
অচল নীরব মাটির গরব
মাটিতে দিয়েছে প্রভু।
দেশ মহাদেশ সমান আবেশ
মাটির তফাৎ নেই
হৃদয় গভীরে আপনার করে
সদা সম্মান দেই।


যাই যত দূরে মনের মুকুরে
মাটির নকশা আঁকি
আয়েশের সাথে সব প্রভাতে
মনটি মিশিয়ে থাকি।
কুসুম কাননে মনের আননে
শান্তির ছোঁয়া পায়
বিধাতার দান নিরত প্রাণ
প্রসক্ত ভঙ্গিমায়।