কেউ খুঁজে না রাস্তার ছেলেটাকে
    অবহেলিত হয়ে তাই পড়ে থাকে।
        বুঝে না তো আর কেউ ছেলেটাকে
            ধিক্কারের সাথে সবে তারে ডাকে।
অবহেলা পায় শুধু কেউ খুঁজে না
    পড়ে থাকা ছেলেকে কেউ বুঝে না।
        আদরের নাম ধরে কেউ ডাকে না
            আবদার কাকে বলে তা জানে না।


অনাহারে ঘুরে ফিরে কোনমতে
    ঘুমানোর ঠিক নাই রাত বিরাতে।
        কোথা দিয়ে এলো এই ফুটপাতে
            খাবার জোটেনি বুঝি আজ রাতে।
কে জানে কোথা তার মাতা পিতা
    ফুটপাতে আছে বহু প্রতিযোগিতা।
        টিকে থাকা কঠিন সেখানে  জিতা
            সাথি কেহ হয়নি তার মনের মিতা।


পথশিশু নিজেরা নিজেরা ভাই ভাই
    সমাজের মাঝে বাস তবে নাম নাই
        চোখ ছলছল করে কাকে কোথা পাই
            তাদের দায়িত্ব নিতে আর কেউ নাই।
লাথি গুঁতা খেয়ে যার দিন কেটে যায়
    দানা পানি পেটে নাই কাটায়  রাস্তায়।
        ধুলো বালি মাঝে দিন সহসা কাটায়
            ফুটপাতে থাকা ছাড়া আর গতি নাই।