একবার অজুহাতে হাতে রেখে হাত
তার চলনে দেয়নি আমায় আঘাত।
যতবার দেখি তারে মন ভরে থাকে
বারবার হয় মনে কেন যেন ডাকে।


পার হয় দিনগুলি তার ভাবনায়
যার কথা ভেবে মরি ভাবে কি আমায়।
ভুল হয় যদি কিছু কাজেতে আমার
উসুল হয়নি পেয়ে বঞ্চনা তোমার।


হয় ভুল আনমনে নিয়ে কাজ শত
নয় তত দূরে, আছো কাছে অবিরত।
মনের যতনে আজি রেখেছি তোমায়
বনের পাখিরা উড়ে উড়ে বলে যায়।


এতটুকু কথা আর শুধু ভালোবাসা
আঁকুপাঁকু করে শুধু মনের পিপাসা।
         ~~~~~~~~~~~


[ আয়না সনেট: যা ডান থেকে বামে কিংবা বাম থেকে ডানে পড়া যাবে অর্থাৎ উভয় দিক থেকেই পড়া যাবে। আয়নার মতো বলা যায়। কিছু কিছু নীচ থেকে উপরের দিকে পড়া যায়।
সনেটগুলো পর্ব বিন্যাস রীতি মেনে চলে না।
আয়না সনেটের প্রবর্তক "ড. রাজুব ভৌমিক"।]


[{  উল্টো দিক থেকে পড়লে: }]


হাত রেখে হাতে অজুহাতে একবার
আঘাত আমায় দেয়নি চলনে তার।
থাকে ভরে মন, তারে দেখি যতবার
ডাকে যেন কেন মনে হয় বারবার।
ভাবনায় তার দিনগুলি হয় পার
আমায় কি ভাবে? মরি ভেবে কথা যার।
আমার কাজেতে কভু যদি হয় ভুল
তোমার বঞ্চনা পয়ে হয়নি উসুল।
শত কাজ নিয়ে আনমনে ভুল হয়
অবিরত কাছে আছো, দূরে তত নয়।
তোমায় রেখেছি আজি যতনে মনের
যায় বলে উড়ে উড়ে পাখিরা বনের।
ভালোবাসা শুধু আর কথা এতোটুকু
পিপাসা মনের শুধু করে আঁকুপাঁকু।