ক'দিন ধরে আসর থেকে ছিটকে পড়ে
ভাবছি আজি বসে
জীবন থেকে অনেক কিছু এই কদিনে
পড়েছে যেন খসে।
আসা যাওয়া ভীড়ের মাঝে একলা থেকে
খারাপ বেশি লাগে
কোনো কিছুতে মন বসাতে কেমন যেন
সংশয় শুধু জাগে।
সবাই আছে আগের মতো তবুও দেখি
কি-যেন আজ নাই
গোলক ধাঁধা লেগেছে মনে বেরোনো বুঝ
কোথায় গেলে পাই।
এ-কটি দিন কিসের ঘোরে পার করেছি
জানিনে কোন কিছু
মনের সব ভাবনা গুলো অশনি হয়ে
লেগেছে শুধু পিছু।
দিনের পর দিন চলছে ভালো লাগে না
ভাবি কোথায় যাই
সব রোগের ওষুধ আছে মন রোগের
ওষুধ কোনোও নাই।
একলা বসে ভাবতে গেলে অনেক বেশি
ভাবনা মনে আসে
সবাই যেন দূরের দেশে ভাবলে কেহ
নাই তো আর পাশে।
কষ্টের এই মনের খেলা যখন খুশি
উঠছে দুলে দুলে
ক'দিন আর এমন রবে কোন কিছুতে
পারি না যেতে ভুলে।
হয় না তবু উপায় যেন মনের দোরে
আছড়ে কত পড়ে
জবাব কিছু পাই না কেন এমন করে
মনটা খালি নড়ে।