নয়নাভিরাম  এই  নিসর্গ  মলয়ে
ধ্বংসলীলা দেখি শুধু নিষ্টুর বলয়ে।
মাধবীলতা কাঁদিছে শ্বাসরুদ্ধ হয়ে
বিস্তৃত কানন রাজি রহে মাথা নুয়ে।


মাতাল তাণ্ডবলীলা চিরকাল চলে
শিহরিত মর্তধাম কথা নাহি বলে।
অন্ধকারে আবর্তিত বয়ে চলা দিন
তপনের দ্যুতি যেন হয়ে পড়ে ক্ষীণ।


জলধারা বয়ে আনে দামাল দামিনী
শশাঙ্ক  হীন  গগন আঁধার  যামিনী।
অম্বরের মেঘ গর্জে গুড় গুড় শব্দে
হেন অত্যাচার সয় মৃত্তিকা নিস্তব্ধে।


ভেঙে চুরে ছুটে নীর সাগরের পানে
তাণ্ডবলীলা ধ্বংসের অন্ত নাহি জানে।
অবিনাশী চিরন্তন নহে কিছু ভবে
এহেন তাণ্ডবলীলা সহ্য কেন হবে?