মাগো তোমার কাছে যখন যেয়ে বসি
আস্তে করে বলি মাগো তোমায় ভালোবাসি
আলতো করে হাত বাড়িয়ে তোমায় ছুঁয়ে দেই
মুঠো ভরে হাতে তুলে গায়ে মেখে নেই।
নয়টি মাসের রক্তক্ষয়ী যুদ্ধে তোমার বুকে
লক্ষ লক্ষ তোমার মানিক মরেছে ধুঁকে ধুঁকে।


মানিকেরা মা আঁকড়ে আছে  বিজয় পতাকা
শত্রু মুক্ত হয়েছে দেখো মা তোমার এলাকা।
শহীদ বুদ্ধিজীবী ও মানিকেরা ঘুমিয়ে ঐ বুকে
স্বাধীনতার বাস্তবতা দেখছে মনের সুখে।
বিজয় দিবসের বিজয়ী বার্তা ওরা শুনেছে
দীর্ঘতম নয়টি মাস অপেক্ষায় দিন গুনেছে।


আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি
দুঃখ সুখের উল্লাসে তোমার কাছে ছুটে আসি।
রক্ত ঝরা দুঃখের মাঝেও মা বিজয়ের হাসি
আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি।
মা তোমার বিজয় মাটির বিজয় দেশের বিজয় আজ
এই বিজয়ে তোমার জন্য দেশের জন্য করতে হবে কাজ।
শুভ সুবর্ণ জন্ম জয়ন্তী বাংলাদেশ
শুভ জন্মদিন দেশের শত্রুর নাই শেষ।